করোনাকালের পুরোটাজুড়ে প্রণবিক ঢাকার আন্দোলনে সোচ্চার থেকে আলোচনায় আছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমায় জয়াকে না দেখা গেলেও এরইমধ্যে বাংলাদেশের নির্মাতা পিপলু আর খানের একটি ছবিতে কাজ করেছেন জয়া।
টানা সাত মাস ঢাকায় অবস্থানের ফলে কলকাতার আটকা পড়েছে জয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমার কাজ। তায় অক্টোবরেই কলকাতায় ফিরতে হবে জয়াকে।
কলকাতায় থেমে থাকা কাজগুলো করার পরিকল্পনা করছেন এই তারকা। বিমান চালু হোক আর না হোক, সড়ক পথে হলেও অক্টোবরে কলকাতায় পৌঁছাবেন তিনি। সব ঠিক থাকলে সেখানে টানা তিনটি ছবির কাজ শেষ করবেন জয়া।
ইন্দ্রদীপ দাশগুপ্তে, কৌশিক গাঙ্গুলি ও শিলাদিত্য মৌলিকের পরিচালনায় ছবিগুলতে জয়া ছাড়াও অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, অরুণ মুখোপাধ্যায়, কৌশিক সেন ও চূর্ণিগঙ্গোপাধ্যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি