পৃথ্বীরাজ, অল্পদিনেই শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু গতবছর ১৪ ডিসেম্বর হঠাৎ করেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান পৃথ্বীরাজ।
মৃত্যুর আগে পৃথ্বীরাজ সম্পন্ন করেছিলেন ‘একটা মেয়ে’ শিরোনামের একটি গানচিত্র। কিন্তু নিজের তৈরি গানচিত্রটি দেখে যেতে পারেননি এই শিল্পী। ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় ইউটিউব চ্যানেল জিলাপী প্রোডাকশনের ব্যানারে প্রকাশ করা হয় গানটি।
‘একটা মেয়ে’ শিরোনামের গানটিতে পৃথ্বীর সঙ্গে কাজ করেছিলেন সৈয়দ নাফিস। পৃথ্বীর ছোট ভাই সংগীতশিল্পী ঋতুরাজ জানান, এটিই ছিল তার ভাইয়ের শেষ কাজ। যা ভিডিও ও অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
‘একটা মেয়ে’ গানে কণ্ঠ, কথা, সুর ,সংগীত ও ভিডিও নির্দেশনাও করেছিলেন পৃথ্বী নিজেই। ভিডিও চিত্রের অ্যানিমেশন করেছেন শারমীন আহমেদ। অ্যাকুয়েস্টিক ও বেইজ গিটার বাজিয়েছেন সৈয়দ নাফিস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি