হিন্দি ‘বিগ বস’ সিজন ১৪ শুরু হতেই গুঞ্জন শুরু। বাংলাতেও নাকি ফিরছে এই রিয়্যালিটি শো। কিন্তু কোন চ্যানেলে? লাখ টাকার এই প্রশ্নের দুটো উত্তর মিলেছে টেলিপাড়া সূত্রে। এক, ‘বিগ বস বাংলা’ জন্মলগ্ন থেকেই কালার্স বাংলায়। স্বাভাবিক ভাবেই এই চ্যানেলের পাল্লা ভারী। দুই, নতুন সিজনে চ্যানেল বদল ঘটাতেই পারে প্রযোজক সংস্থা এন্ডামল। সে ক্ষেত্রে তারা বেছে নিতে পারে এই মুহূর্তের জনপ্রিয় চ্যানেলকে।
গুঞ্জনের মধ্যেই আরেকটি সূত্র জানাচ্ছে, কালার্স বাংলা আপাতত নাকি নতুন কোনও শো করার কথা ভাবছেই না। বাংলা ‘বিগ বস-ও নয়। এই মুহূর্তে চ্যানেল কর্তৃপক্ষ ডাবিং সিরিয়ালেই আ্গ্রহী।
তা হলে, হাতের পাঁচ স্টার জলসা। যদিও স্টার জলসার মার্কেটিং বিভাগ এখনও সবুজ সংকেত দেয়নি। খবরটি ঠিক না ভুল, জানা গেল ‘বিগ বস’ বাংলা-র জন্মদাতা এন্ডামল প্রযোজনা সংস্থার কর্ণধার অভিষেক রেগ-এর থেকে। আনন্দবাজার ডিজিটালকে তিনি বললেন, ‘‘বাংলা বিগ বস আমাদের পরিকল্পনায় আছে। কোভিডের কারণে এক্ষুণি হয়ত শুরু হবে না। পাশাপাশি, আইপিএলও চলছে। এই সমস্ত মিটলে দীপাবলির পর বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে। (সুত্র: আনন্দবাজার)