যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ- সালমানের বেশ কয়েকটি নতুন ছবি আসছে। সাথে সেখানে নাম যোগ হল অজয় দেবগনের। তাকে নিয়ে প্রথম কোনো সুপারহিরো ঘরানার সিনেমা উপহার দিতে চেয়েছিলেন যশরাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়া।
তবে এখন নতুন খবর সুপারহিরো নয়, অজয়কে দিয়ে একটি অ্যাকশন নির্ভর সিনেমা তৈরি করতে চায় তারা। আদিত্য চোপড়া এই প্রকল্পের জন্য কিছু দুর্দান্ত অ্যাকশন পরিচালক দলে আনতে পারেন।
ছবিটিতে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের অভিষেক হবে। (ভিডিও ৩, ৩৫সেকেন্ড) তবে এখানে নেগেটিভ চরিত্রে করলেও কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অজয়কে। অনেকটা ‘ধুম’ ক্যাটাগরির ছবি হতে যাচ্ছে এটি। সিনেমাটি সিরিজ আকারে নির্মিত হবে।
ইতিমধ্যেই যশরাজ ফিল্মস হলিউডের অ্যাকশন ডিরেক্টর টম স্ট্রথার্সের সঙ্গে আলোচনা করছেন। যিনি এর আগে ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘ডানকির্ক’ মারপিটের দৃশ্য পরিচালনা করেছেন। শুধু তাই নয় এই প্রকল্পের জন্য দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সি ইয়ং ওহ-এর সঙ্গেও কথা বলছে তারা। তাই ধারণা করা হচ্ছে, অজয়কে নিয়ে বেশ বড় ধামাকা উপহার দিতে যাচ্ছেন আদিত্য চোপড়া।
নিউজ ডেস্ক/বিজয় টিভি