একক গান প্রকাশ করলেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। ‘ফিল লাইক আই ডু’ শিরোনামের নতুন গানটি ইনস্টাগ্রামে প্রকাশ করার খবর জানান তিনি। এতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তার ভক্তরা।
পাম ট্রি ট্রি রেকর্ডস নামে একটি স্টুডিওতে গানটির রেকর্ড করা হয়। গানটি প্রযোজনা করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী পেটি মার্টিন। ভিন ডিজেল গানটি গেয়েছেন সহশিল্পী কাইগোর সাথে ।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘এত দিন ধরে আমি আমার একক গানটি প্রকাশের যে প্রতিশ্রুতি দিচ্ছি। সেই গানটি গাওয়ার ক্ষেত্রে আমি আপনাদের দ্বারা উৎসাহিত হয়েছি।
ভিন জানিয়েছেন এর মধ্যে তিনি তার প্রথম গানের অ্যালবামের কাজ করছেন আর এতে জায়গা পাবে তার গাওয়া কিছু মৌলিক গান। লেইট লেইট শো উইথ জেমস করডেন’ অনুষ্ঠানে ডিজেল জানিয়েছেন, তার তিন সন্তান তার এই গানগুলো খুব ভালবাসে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি