‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ছবি ‘তুই আমার রানি’ দিয়ে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এই চিত্রনায়িকা।
এখন পর্যন্ত নয়টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি জান্নাত। এর মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত পাঁচটি সিনেমা। নির্মাতা সাইদুল ইসলাম রানা’র নতুন ছবি ‘বীরত্ব’-এর আইটেম গানে প্রযোজক চান মিষ্টি জান্নাতকে। কিন্তু তাতে রাজি নন এই নায়িকা।
নতুন খবর হলো, ‘বীরত্ব’ নামের নতুন ছবিতে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। তবে শর্ত সাপেক্ষে আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়েছেন তিনি। আর তাতেই রাজি প্রযোজক।
জানা গেছে, ৩ অক্টোবর ‘বীরত্ব’ ছবির আইটেম গানটির রেকর্ডিং হবে। ৪ অক্টোবর থেকে ফরিদপুরে হবে এর শুটিং। মিষ্টি জান্নাত জানান, নতুন ছবিটি পরিচালনা করছেন সুমন ধর। নভেম্বরের দিকে এর শুটিং করা হবে।
মিষ্টি জান্নাত যে আইটেম গানে পারফর্ম করবেন সেটি গেয়েছেন জি বাংলার সা রে গা মা পা চ্যাম্পিয়ন অঙ্কিতা। এদিকে, ২৯ সেপ্টেম্বর ‘বীরত্ব’ ছবির পরিচালক ও প্রযোজকের সঙ্গে আইটেম গান ও আরেক ছবির নায়িকা হওয়ার ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন এই নায়িকা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি