সৃজিত মুখারজির সিনেমা মানেই ব্লকবাস্টার হিট আর খ্যাতিমান তারকাদের চোখ ধাঁধানো অভিনয়। এবার আন্তর্জাতিক ওয়েব প্লাটফরম নেটফ্লিক্সে আসতে যাচ্ছে সৃজিত পরিচালিত নতুন সিরিজ এক্স-রে।
সৃজিত পরিচালিত ওয়েব সিরিজ ফেলুদা এর কাজ শেষ করেই নতুন এই সিরিজের জন্য বর্তমানে মুম্বায়তে অবস্থান করছেন তিনি। করোনা পরিস্থিতির আগেই ভারতের বিভিন্ন যায়গায় আসন্ন এই সিরিজের দৃশ্য ধারণ করার কথা থাকলেও লকডাউনের কারনে তখন তা সম্ভব হয়নি।
প্রখ্যাত সাহিত্যিক ও পরিচালক সত্যজিৎ রায়ের লেখা নানান ধরনের ১২টি ছোট গল্পও নিয়ে হিন্দি ভাষায় তৈরি টি সিরিজটিতে অভিনয় করবেন আলী ফজল ও শ্রেতা বসু প্রসাদ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি