বাঙালি নারীর সাজের সবচেয়ে প্রিয় অনুষঙ্গ শাড়ি। ভার্চুয়াল রিয়েলিটির এই সময়েও শাড়ি তার অনন্যতা ধরে রেখেছে। পূজার মৌসুম কে সামনে রেখে এরইমধ্যে ব্যাস্ত হয়ে উঠেছে শাড়ি নিয়ে কাজ করা অসংখ্য শিল্পী।
২০১৫ সালে প্রতিষ্ঠিত শাড়ির ব্র্যান্ড সাতকাহন এবার পূজায় নিয়ে এসেছে ‘রাধাকৃষ্ণ’, ‘দূর্গা’, ‘গণেশ’, ‘ময়ূর’, ‘পেচাঁ’ ও ‘শারদীয়’ থিমের শাড়ি। বিভিন্ন থিম ভিত্তিক শাড়ি ডিজাইন করে আগেও প্রশংসা কুড়িয়েছে সাতকাহন। ‘ক্যামেরা’, ‘গ্রামোফোন’, ‘রিকশা’, এসব থিম নিয়ে ডিজাইন করা শাড়ি নানা বয়সী নারীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে ফ্যাশন হাউজিটি।
তাই ভবিষ্যতে জীবনানন্দের ‘বনলতা সেন’, শরৎচন্দ্রের ‘পার্বতী’ কিংবা সমরেশ মজুমদারের ‘দীপাবলি’র মতো সাহিত্যের নানা জনপ্রিয় চরিত্রের থিম কাজের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সাতকাহন এর স্বত্বাধিকারী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি