রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবানের জন্য এবার উপহার পাঠালেন টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে শেয়ার করা হয় সেই ছবি।
রাজ-শুভশ্রীর ছেলের জন্য মিমির সেই উপহার দেখে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা। পাশাপাশি যুবানকে ভালবাসাও পাঠান প্রত্যেকে।
সম্প্রতি চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে নতুন অতিথি যুবানের আগমন হয়। যুবানের জন্মের পর থেকেই সে সেলিব্রিটি হয়ে উঠতে শুরু করেছে। কখনও বাবার কোলে বসে আদর খেতে দেখা যায় তাকে, আবার কখনও মায়ের কোলে শুয়ে ছবি তুলতে দেখা যায় যুবানকে।
বলিউডে সইফ-করিনার ছেলে তৈমুরের জন্মের পর থেকেই যেমন পাপারাতজির নজর সব সময় তার উপর রয়েছে, তেমনি যুবানকে নিয়েও উচ্ছ্বসিত সেলেব দম্পতির ভক্তরা। তাই তো রাজ-শুভশ্রীর ছেলের কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে এলেই তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি