সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজাকে ঘিরে নির্মিত হচ্ছে একটি বিশেষ গানচিত্র। নাম ‘পুজো বাড়ির গান’। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কথা ও কণ্ঠে বিশেষ এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে চিত্রায়িত তারকাবহুল ভিডিওটি নির্মাণ করেছেন বিপ্লব নিজেই। এতে মডেল হয়েছেন সাঞ্জু জন, শিপন মিত্র, জেরীন জারা, জেসমিন তানিয়া, শিশির, হৃদয়সহ অনেকে।
গেল ১ অক্টোবর গানটির একটি টিজার প্রকাশ পেয়েছে। ৬ অক্টোবর ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর বনশ্রী শাখায় জমকালো আনুষ্ঠানিকতার মাধ্যমে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি