কী ছিলেন আর কী হয়েছিলেন শুভশ্রী! নিজেরই সে কাল আর বেবি বাম্পের দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। এক ফ্রেমে শুভশ্রীর দুই রূপ দেখে আক্ষরিক অর্থেই চমকেছেন সব্বাই। পোস্ট ভাইরাল। কী এমন আছে ছবি দুটোয়? প্রথমটিতে শুভশ্রী ছিপছিপে। শরীরে মেদের ‘ম’-ও নেই। নীল জিন্সের উপর পরা কালো ক্রপ টপ তুলতেই শরীর জুড়ে যৌবন তরঙ্গ! কালো লেসের অন্তর্বাস উঁকি দিচ্ছে!
পাশেই অভিনেত্রীর বেবি বাম্পের লুক। ভারী শরীর ঢাকতে টিউব ট্যাঙ্ক টপ আর কালো টাইটস পরে নায়িকা। মুখে গর্বের হাসি। ক্যাপশনও ততটাই ইঙ্গিতপূর্ণ, ‘‘এর পরে কী হবে? দেখা যাক’’। এ টুকু দেখেই হাজার পঁচিশ লাইকস। ভালবাসা, শুভেচ্ছায় উপুড়হস্ত অনুরাগীরা।
এর পরের গল্প যদিও সবারই জানা। ইউভান এসেছে। তাকে নিয়েই সময় কেটে যাচ্ছে রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। আদরে সন্তানের মাকে ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-ও। সেই ছবিও সোশ্যাল পেজে আসতেই যথারীতি ভাইরাল। (আনন্দবাজার)