প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমণি। ২৩ সেপ্টেম্বর পরীমনি নির্মাতা রাশিদ পলাশের ছবিটি করতে সম্মতি জানিয়েছেন। ছবিটি প্রযোজনা করবে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ।
নির্মাতার ভাষ্য, আসছে নভেম্বরের ১ তারিখে শুটিং শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। প্রীতিলতাকে নিয়ে নির্মাণ করতে যাওয়া ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।
নির্মাতা জানিয়েছিলেন পরিমনি ছাড়াও শিগগিরই ছবির ঐতিহাসিক সব চরিত্রে কারা অভিনয় করছেন, তা জানিয়ে দেয়া হবে। এবার জানা গেল ছবিটির ‘লীলা নাগ’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। অন্যান্য চরিত্রের শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে।
এখানেই শেষ নয়। কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক কবীর সুমন প্রথমবারের মতো ঢাকাই সিনেমার কোনো গানে কণ্ঠ দিচ্ছেন। ‘প্রীতিলতা’ সিনেমার জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ শিরোনামে গানটিতে নতুন করে কণ্ঠ দিচ্ছেন এই শিল্পী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি