ব্লকব্লাস্টার সিনেমা ‘বাহুবলী’ র তুমুল প্রতাপশালী মহেন্দ্র বাহুবলীর নায়িকা হিসেবে বেশ পরিচিতি পান অভিনেত্রী তামান্না। সম্প্রতি শুটিংয়ের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলেন তিনি। সেখানেই করোনায় সংক্রমিত হন তিনি।
অন্যদিকে মাস খানেক আগেই তামান্নার বাবা ও মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন তিনি। সেসময় তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। নিজেও ছিলেন সাবধানে।
পরবর্তীতে উপসর্গ দেখা দেওয়ায় তিনি পরীক্ষা করান। এরপরই রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার অবস্থা আপাতত স্থিতিশীল।
দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তামান্না। তেলেগু, তামিল ও হিন্দি ভাষার প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি