সম্প্রতি অক্ষয় কুমার মুম্বাই ফিরেছেন বেল বটম ছবির শুটিং থেকে। করোনার জেরে এই ছবির শ্যুটিং বেশ কয়েকবার পিছিয়েছে। অবশেষে প্রকাশ্যে এসেছে ছবিটির টিজার।
৩০ সেকেন্ডের এই টিজারে তাকে বিমান বন্দরের রাস্তায় বড় গোঁফযুক্ত বেল বটম স্টাইলের প্যান্ট পরে হাঁটতে দেখা যায়। ছবিটির টিজার শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন – গো বেল বটম।
আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ছবিতে অক্ষয়ের নায়িকা বাণী কাপুর। অক্ষয়-বাণী ছাড়াও এই ছবিতে দেখা মিলবে লারা দত্তা,হুমা কুরেশি দের।
বেল বটম’ হচ্ছে প্রথম ছবি যেটির মুক্তির তারিখ পেছানো হয়নি। ২০২১ সালের ২ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে এটি। শুধু নির্ধারিত তারিখ নয়, এটি হতে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম ছবি যেটি সিনেমা হল খোলার পর মুক্তি পাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি