সবাই আশা করেছিলেন ‘মিতিন মাসি’ হয়েই ফিরবেন তিনি। করোনা সব হিসাব বদলে দিল। যে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গরমে, সেই ছবি আসছে পূজায়। তার আগে আরও একবার প্রকাশ্যে সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’-এর ট্রেলার। মুখ্য চরিত্র স্বর্ণজার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। এছাড়াও থাকছেন লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।
এর আগেও রক্ত রহস্যের ফার্স্ট লুক, ট্রিজার, ট্রেলার হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চরিত্রের দাবিতে সদ্যোজাত কোলে লুক শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন কোয়েল। মা আর -সন্তানের অবিচ্ছেদ্য সম্পর্ক এই ছবির রহস্যের মোড় নেবে, জানিয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল।
স্বর্ণজা আদতে কেমন? পরিচালকের জবানিতে, স্বর্ণজা ভীষণ ভালো মনের মেয়ে। সবার উপকার করার চেষ্টা করে। ফলে, লোকে ভুল বোঝে তাকে। অপমানিত হয় পদে পদে। তবু উপকার করার নেশা ছাড়তে পারে না পেশায় রেডিও জকি এই মেয়েটি। কারণ তার জীবনের মূলমন্ত্র, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে!
স্বর্ণজার সঙ্গে কতটা মেলে কোয়েলের? অভিনেত্রীর দাবি, ভীষণ নরম মনের মেয়ে স্বর্ণজা। কখনও কাউকে তার দুঃখের কথা জানায় না। ভাই, দিম্মা, বন্ধু— কারওর থেকে কিছু আশাও করে না। কারণ সে জানে, যাদের উপকার করবে, যাদের জন্য লড়বে তারাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এ ভাবে দুঃখের সঙ্গে রোজের সংসার করতে করতে একদিন সে জড়িয়ে পড়ে বড় বিপদে। একমাত্র ছেলেকে হারিয়ে ফেলে। (আনন্দবাজার)