মীরাক্কেল সিজন ১০ ফিরছে পাক্কা চার বছর পরে।
অতিমারির টেনশনে হাসি আসবে কোত্থেকে? এত দিন হয়তো ছিল না, কিন্তু এ বার ঘরবন্দি মানুষের মুখে হাসি ফোটানোর ভার নিয়েছে জি বাংলা। তাই মীরাক্কেল সিজন ১০ নিয়ে ফিরছে পাক্কা চার বছর পরে। ১১ অক্টোবর থেকে প্রতি রবিবার রাত ৮টা থেকে দেড় ঘণ্টার জন্য মিলবে ‘ভাল থাকার ভ্যাকসিন’।
নিশ্চয়ই বিনোদনের ভরপুর উপাদান নিয়েই ফিরছে রিয়েলিটি শো? চ্যানেল সূত্রে খবর, চার বছর পরে চার নতুন তারকা জ্বলজ্বল করবেন বিচারকের আসনে। পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু। কাঞ্চনের কথায়, দুই পাশে দুই মারকাটারি সুন্দরী। ভাবতেই নাকি আনন্দে শিউরে উঠছেন! পরে এই দলে যোগ দেবেন সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ।