অভিনেতা আনিসুর রহমান মিলনের অভিনয় ক্যারিয়ার শুরু হয় মঞ্চনাটকের মাধ্যমে। সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। এছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
গেল ৮ অক্টোবর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতলে ভর্তি হন অভিনেতা আনিসুর রহমান মিলন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চিকিৎসকের ধারণা, এই অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে।
মিলন জানান, রাত থেকে সাফোকেশন হচ্ছিল তার। আস্তে আস্তে বাড়তে থাকে তা। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসকরাও তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছে। এদিকে, এই অভিনেতার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি