১৯৪১ সালের ৮ ফেব্রুয়ারি রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্ম জগজিৎ সিং এর। তাঁর পরিবারেই ছিল সঙ্গীতের চর্চা। উত্তরাধিকার সূত্রেই তাঁর রক্তে বইছিল গান। তাঁর গানের হাতেখড়িটা হয় বাবার কাছ থেকেই।
১৯৬৫ সালে জগজিৎ চলে আসেন মুম্বই। মুম্বায় এসে তাঁর সঙ্গে পরিচয় হয় গজল গায়িকা চিত্রার সঙ্গে। দু’বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন জগজিৎ সিং ও চিত্রা। এরপর দু’জন একসঙ্গে গানের জগতে শুরু করেন পথচলা।
কিন্তু ১৯৯০ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান জগজিৎ-চিত্রার একমাত্র পুত্র। ছেলের মৃত্যুশোক সামলাতে না পেরে নিজেকে গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন চিত্রা সিং। কিন্তু গান থামাননি জগজিৎ। বরং তাঁর গানে বাড়তে থাকে আরও আবেগ।
গজল সংগীতের জগতে মূলত পাকিস্তানের গায়কদেরই আধিপত্য দেখা যেত৷ কিন্তু জগজিত সিং গজলের দুনিয়ায় রীতমত নতুন এক মাত্রা নিয়ে আসলেন। উর্দু ভাষায় গজল গাওয়ার পাশাপাশি হিন্দি, বাংলা, পাঞ্জাবি, গুজরাতি, সিন্ধি, নেপালি ভাষায়ও গান গেয়েছেন তিনি৷
চলচ্চিত্রের প্লেব্যাক গায়ক হিসেবেও একই রকম সাফল্য অর্জন করেছিলেন জগজিৎ সিং৷ তবে বলিউডের ছবিতে গান গাইলেও তিনি ‘প্লেব্যাক’ সিংগার হিসেবে নয়, গজল গায়ক হিসেবেই সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন।
প্রায় ১৫০টি গজলের অ্যালবাম প্রকাশ করে গজল সংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়৷
২০১১ সালের ১০ অক্টোবর গজল সম্রাট জগজিৎ সিং মুম্বই এর লীলাবতী হাসপাতালে শেষ নিঃষ্বাস ত্যাগ করেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি