বাদশাহ’র আলোচিত ‘গেন্দা ফুল’ গানটি এবার রতন কাহারের কণ্ঠে নতুন রূপে ফিরেছে এই ভিডিও তে। গেন্দা ফুলের স্রষ্টা রতন কাহার এই নতুন রূপে শুধু গানই গাননি, ৮৫ বছরেও নেচেছেন দেবলীনা-জ্যাকলিনের সঙ্গে।
নতুন এই গানের কোরিওগ্রাফির পাশাপাশি নেচেছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমার। রঙ্গোবতি গানে তাঁর নাচের দক্ষতা আগেই দেখেছেন দর্শক। এই ভিডিও তে কথকলি নাচের তড়কাও থাকছে। আর রয়েছে ঐতিহ্যবাহি ছৌ নাচ।
এই গেন্দা ফুল গানে নতুন চমক এনেছে বিক্রম ঘোষের তবলার তাল। অসাধারণ নৈপুণ্যে তার তবলার সুর মুগ্ধ করেছে এর দর্শক শ্রোতাদের। সঙ্গে রতন কাহারের গায়কী এবং দেবলীনা’র নাচ তো আছেই।
‘গেন্দা ফুল-এ অন্তরা ছিল না। নতুন এই গানে সেটি আছে। নতুন করে অন্তরা লিখেছেন সুগত গুহ। গেয়েছেন ইমন। নতুন মিউজিক ভিডিওতে জ্যাকুলিনের মতোই লাল পেড়ে শাড়িতে দেখা গিয়েছে দেবলীনা কুমারকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি