মুক্তির আগেই জয়া আহসান অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘বিনিসুতোয়’ নিয়ে আসছে নানা সুখবর। হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগে একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে ভারতকে প্রতিনিধিত্ব করবে এই ছবি। উৎসবের ৪০তম আসর অনুষ্ঠিত হবে ৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।
টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোতে অডিশন দিতে যায় কাজল সরকার আর শ্রাবণী বড়ুয়া। অডিশন শেষে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প এগিয়ে যায়।
এখানে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান। ছবিটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। জয়া জানান, বিনিসুতোয় জয়ার কাছে বিশেষ এক সিনেমা। অতনু ঘোষ নিঃসন্দেহে উপমহাদেশের সেরা পরিচালকদের একজন। সিনেমার গল্পটা অদ্ভুত সুন্দর।
নিউজ ডেস্ক/বিজয় টিভি