২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। সিনেমাটিতে তার নাম ছিল অবন্তী। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস।
নায়িকা হিসেবে অপু বিশ্বাস অভিনীত প্রথম ছবিই ব্যবসা সফল হয়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অপুকে। ঢাকাই চলচ্চিত্রের কিং খ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে দর্শকদের উপহার দিয়েছেন পিতার আসন, চাচ্চু, ও দাদীমা’র অসংখ্য ব্যাবসা সফল সিনেমা।
বর্তমানে বাপ্পি চৌধুরীর বিপরীতে দেবাশিষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ চলচ্চিত্রে কাজ করছেন অপু বিশ্বাস।
২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৬ সালে কলকাতায় জন্ম হয় তাদের পুত্র আব্রাহাম খান জয়ের।
আজ ১১ অক্টোবর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকার জন্মদিন। কিছুদিন আগে মা শেফালী বিশ্বাসকে হারিয়েছেন তিনি। জন্মদিনে মাকে স্বরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস লিখেছেন আজ আমার জন্মদিন। কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা।
এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে । তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি