ঢাকা আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোক ফেস্ট-২০১৮। বৃহ্স্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানের প্রথম দিনেই দর্শকদের মন মাতান বাংলাদেশ, পোল্যান্ড এবং ভারতের শিল্পীরা। মঞ্চে ভাবনা দলের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একের পর এক লোক গান পরিবেশন করেন নারায়ণগঞ্জের বাউল শিল্পী আব্দুল হাই। পরে পোল্যান্ডের দিকান্দা শিল্পীরা মঞ্চ মাতান নাচে গানে আর ভায়োলিনের সুরে।
তাদের দ্বিতীয় গান ‘হেই হেই’ পরিবেশন শুরু করলে স্টেডিয়ামজুড়ে করতালি বাজতে থাকে। তাদের পরিবেশনার পর শুরু হয় লোকশিল্পী আবদুল হাই দেওয়ানের মনোমুগ্ধকর পরিবেশনা।
এদিন আরও পরিবেশনায় থাকছেন সত্যকি ব্যানার্জি (ভারত), দিকান্দা (পোল্যান্ড) এবং ওয়াদালি ব্রাদার্স (ভারত)। ফেস্ট চলবে রাত ১২টা পর্যন্ত। সান ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবটি শেষ হবে ১৭ নবেম্বর।
নিউজ ডেস্ক / বিজয় টিভি