কলকাতার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার দেব। বাংলাদেশেও রয়েছে তার ফ্যান ফলোয়ার। এই চলচ্চিত্র তারকা প্রথমবারের মতো বাংলাদেশি প্রযোজনাতে অভিনয় করছেন। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
শুরু হয়েছিল ‘কমান্ডো’ সিনেমার শুটিং। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় করোনাকাল। করোনার কারণে বন্ধ হয়ে যায় ছবিটির শুটিং। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফের শুরু হচ্ছে ছবিটির শুটিং।
এবার টানা দৃশ্যধারণে ছবিটির কাজ শেষ করা হবে। দেবের বিপরীতে ছবিতে দেখা যাবে চিত্রনায়িকা জাহারা মিতুকে। ছবিটির জন্য এবার তারা দুবাইয়ে উড়াল দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
গেল ১৪ অক্টোবর কলকাতার টিম নিয়ে দুবাই গিয়েছিলেন দেব। বাংলাদেশ থেকে ছবিটির পরিচালক শামীম আহমদে রনীও হাজির হন সেখানে। টানা পাঁচ দিন লোকেশন দেখে তারা সিদ্ধান্ত নেন, ১ নভেম্বর থেকে শুটিং শুরু করবেন।
টানা ১৫ দিন শুট হবে সেখানে। সব ঠিক থাকলে বাংলাদেশের ইউনিট ৩০ অক্টোবরের মধ্যে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। এদিকে, কমান্ডো ছবিটিতে অভিনয়ের জন্য ১২ কেজি ওজন কমাতে হয়েছে জাহারা মিতুর।
নিউজ ডেস্ক/বিজয় টিভি