গত আগস্টে ক্যানসারে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল চিকিৎসার জন্য বিদেশ পাড়ি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন সঞ্জয়।
এদিকে সঞ্জয়ের ক্যান্সার আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই চমকে উঠেছিল গোটা বলিউড। প্রিয় শিল্পীর আরোগ্য কামনায় ভক্তকুলের মধ্যে শুরু হয়েছিলো প্রার্থনা।
সঞ্জয় খুব একটা ভালো নেই এমন গুঞ্জনও উঠেছিলো বলিউডে। এমনকি গত ২০ অক্টোবর খবর ছড়ায়, বেশি দিন বাঁচবেন না সঞ্জয়। তবে এবার নিন্দুক আর সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিলেন সাঞ্জু বাবা।
গতকাল ২১ অক্টোবর সঞ্জয় জানিয়েছেন, ক্যানসার যুদ্ধে তিনি বিজয়ী রূপে বের হয়ে এসেছেন ।
টুইটারের এক পোস্টে সঞ্জু বাবা লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। আমি খুব আনন্দিত যে, এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি।
তবে পোস্টে কোথাও ‘ক্যানসার’ শব্দটি ব্যবহার করেনি তিনি। তাই ভক্তরা ধরে নিয়েছেন ‘যুদ্ধ’ বলতে তিনি ক্যানসারকেই বুঝিয়েছেন। অন্যদিকে সঞ্জয়ের পাঁচটি কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র দুটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন বলিউড সুপারস্টার।
২১ অক্টোবর সঞ্জয় দত্তের জমজ সন্তান ইকরা ও শাহরানের ১০তম জন্মদিনে টুইট বার্তায় সঞ্জয় জানিয়েছেন ক্যান্সার যুদ্ধে জয়ী হয়েছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি