ইতোমধ্যে হয়ে গেছে পরিচালক হর্ষবর্ধন কুলকর্নীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি বধাই-দো’র সিক্যুয়েল তৈরির ঘোষণা।
এই ছবিতে দেখা যাবে ভূমি পেডনেকারকে । আর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন ভূমি পেডনেকার। শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করে ভূমি জানিয়েছেন আজ থেকেই বধাই দো’র প্রস্তুতি শুরু করেছেন তিনি।
তবে সিক্যুয়েলে আর দেখা যাবে না আয়ুষ্মান খুরানাকে। বরং ভূমির বিপরীতে রয়েছেন রাজকুমার রাও।
উল্লেখ্য, গত রবিবারই রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অফিশিয়ালি তাঁদের পরের ছবি ‘বাধাই হো’-র সিক্যুয়েল ‘বাধাই দো’-র ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে একে অপরকে শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে ছবি পোস্ট করে ফ্যানেদের সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন দুই অভিনেতা। এবারের ছবির নাম ‘বাধাই দো’, শ্যুটিং শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি