ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনাররা তুলে ধরেন সেরা কালেকশন, আর সেই সেরা পোশাকটি পরে মঞ্চ আলোকিত করেন তারকারা। এবার সব কিছুই হচ্ছে তবে স্বপ্নের ক্যানভাস এবার ডিজিটাল।
ল্যাকমে ফ্যাশন উইক ২০২০ ডিজিটাল আঙিনায় শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। ফারহা সাঞ্জনার কালেকশনের নাম ছিল ‘রিসেট রিস্টার্ট’। এটি দিয়েই শুরু হয় উৎসব। শুধু নারীর নয়, পুরুষের পোশাকের বৈচিত্র্য ছিল তার সম্ভারে।
আরো ছিল ডিজাইনার অমিত আগরওয়ালের ‘ফার্স্ট লাইট’ কালেকশন। হাতে বোনা অরগ্যানিক ভারতীয় চান্দেরি, মটকা সিল্কের শাড়ি, লেহেঙ্গা-চোলি সঙ্গে দোপাট্টা নিয়ে এক জমকালো সংগ্রহ প্রদর্শন করেন তিনি। ল্যাকমের মঞ্চে গাঢ় সবুজ, নীল, মেরুন রঙের সঙ্গে সোনালি রং মিশিয়ে এক স্বপ্নের ক্যানভাস আঁকেন অমিত।
ল্যাকমের চতুর্থ দিনের প্রথম আয়োজন ছিল ডিজাইনার দিশা পাটিল ও মৌসুমি মিয়াওয়ালার। সাদা বা আইভরি রঙের লেহেঙ্গা-চোলিতে বিয়ের রাতে কনে যে রঙিন হয়ে উঠতে পারে, সেটাই প্রমাণ করলেন দিশা। ডিজাইনার দিশা পাতিলের ডিজাইন করা অফ হোয়াইট রঙের লেহেঙ্গা-চোলিতে কনেরূপী ডায়না পেন্টি ছিলেন অসামান্য।
পাঞ্জাবের ‘ফুলকারি’ নকশার অভিনবত্ব নিয়ে ল্যাকমের মঞ্চে উপস্থিত ছিলেন ডিজাইনার সুকৃতি-আকৃতি। নারী-পুরুষ সবাইকে নিয়েই ছিল তাঁর এই আয়োজন। এ ছাড়া সাদা-কালোর কম্বিনেশনে ভিন্ন স্বাদ নিয়ে আসেন এই দুই তরুণ ডিজাইনার।
এ উৎসবকে আরও উজ্জ্বল করে তোলেন ডিজাইনার কুনাল রাওয়াল। কালো, ধূসর, সাদা রঙের পার্টি পোশাক নিয়ে তাঁর আয়োজন ছিল ব্যতিক্রমী। তাঁর সম্ভারে ছিল মনোক্রোমের অভিজাত উপস্থিতি। তাই তিনি বেছে নেন সাদা, কালো আর ধূসর।
নিউজ ডেস্ক/বিজয় টিভি