করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ২৮ অক্টোবর বুধবার জ্বরে আক্রান্ত হওয়ার পরদিন একটি বেসরকারি হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। ৩০ অক্টোবর, শুক্রবার রিপোর্ট পজিটিভ আসায় এদিন বিকেলেই হাসপাতালে ভর্তি হন।
শরীরে দুর্বলতা আছে তার। বিভিন্ন টেস্ট শুরু হয়েছে। রোববার পরবর্তী করণীয় সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
করোনার শুরু থেকেই ব্যক্তি উদ্যোগ ও থিয়েটারের পক্ষ থেকে রাজধানীসহ দেশব্যাপী অসচ্ছ্বল মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় নাসির উদ্দিন ইউসুফকে।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতিমান নাম নাসির উদ্দিন ইউসুফ। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি। চলচ্চিত্র নির্মাণেও দারুণ দক্ষতা দেখিয়েছেন। ‘গেরিলা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। তার নির্মাণে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আলফা’।
নিউজ ডেস্ক/বিজয় টিভি