অক্টোবরের তৃতীয় সপ্তাহে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন ঢালিউডের নবাগত নায়িকা ও মডেল জাহরা মিতু। মিতু টেস্ট করে জানতে পারেন তিনি টাইফয়েড ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত। ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে টানা ছয় দিন চিকিৎসাধীন থেকে গেল ৩০ অক্টোবর বাসায় ফিরেছেন মিতু।
বাসায় ফিরলেও দুর্বলতা এখনো কাটেনি মিতুর। চিকিৎসকের পরামর্শে মিতু প্রথমে কোভিড-১৯ টেস্ট করান। ফলাফল নেগেটিভ আসে। জ্বর না কমায় আইসোলশনেও চলে যান। পরে আবার টেস্ট করলে জানতে পারেন তিনি টাইফয়েড ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত। এদিকে, তাকে আগামী ১৫ দিন পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
মিতু জানান, জ্বরের কারণে খাবারের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শুরুতে উপস্থাপনা, নাটক আর গানের ভিডিওতে কাজ করলেও গেল বছরের শেষ দিকে চলচ্চিত্রেও কাজ শুরু করেন তিনি।
সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন মিতু। এদিকে, কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গেও জুটি বেঁধে মিতু অভিনয় করছেন কমান্ডো নামের একটি সিনেমায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি