শাহরুখ খানের জন্ম ১৯৬৫ সালে। তিনি একাধারে একজন সফল অভিনেতা, প্রযোজক এবং সমাজকর্মী। তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে বলিউডের বাদশাহ শাহরুখ খান ৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসের সেরা চলচ্চিত্রের মধ্যে স্থান পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা।
শুধু নায়ক হিসেবেই নয় খলনায়ক থেকে শুরু করে চরিত্র অভিনেতা সব খানেই দেখিয়েছেন তাঁর অভিনয়ের নৈপুণ্যতা। ১৯৯৩ সালে বাজীগর ও ডর ছবিতে খলচরিত্রে অভিনয় করে তিনি বিপুল খ্যাতি পান।
অ্যাকাশান থেকে কমেডি কিংবা রোমাঞ্চ- সব খানেই তাঁর নিখুঁত অভিনয় তিন দশক ধরে মোহিত করে রেখেছে দর্শকদের। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, ম্যায় হু না, চালতে চালতে, ভির যারা, মাই নেম ইজ খান সহ অসংখ্য জনপ্রিয় ও ব্যাবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের।
দিব্যা ভারতী থেকে শুরু করে, মাধুরী দীক্ষিত, জুহি চাওউলা, কাজল, রানি, ঐশ্বরিয়া কিংবা ক্যাটরিনা, অনুস্কা বা দীপিকা- বলিউডের সব সুপারস্টার সেনশেসনাল নায়িকাদের সঙ্গেই জুটি বেঁধে করেছেন কাজ। এশিয়ায় ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় ৩.২ বিলিয়ন ভক্ত রয়েছে তার।
চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রীসহ অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়। দর্শক ও আয়ের দিক থেকে শাহরুখ খানকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা করেছেন চলচ্চিত্র। এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার। ২০০৮ সালে তাকে বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয় নিউজউইক।
আজ ২ নভেম্বর কিং খান শাহরুখের ৫৪ তম জন্মদিন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি