জনপ্রিয় শিল্পী তানজীব সারোয়ার চলতি বছরে ভালোবাসা দিবসে ধ্রুব মিউজিকের ব্যানারে সবশেষ প্রকাশ করেন তার ‘ডুবে ডুবে ভালোবাসি’ শিরোনামের গানটি। সেই গানের ভিডিওটি এরই মধ্যে দেখেছে ৮৩ লাখের বেশি দর্শক।
এবার করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে ‘মন পোষ মানে না’ শিরোনামে নতুন গানের ভিডিও অন্তর্জালে প্রকাশ করেছেন সংগীতশিল্পী তানজীব। গানটির গীতিকার ও সুরকার তিনি নিজেই। গানের সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
কুয়াকাটার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও দৃশ্য ধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন আন্নী মাচ্ছানিয়াদ। তানজীবকেও দেখা যাবে মিউজিক ভিডিওটিতে। সিডি চয়েজ থেকে বেরিয়েছেন গানটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি