মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু। ৩ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।
কয়েকদিন আগে মাথায় আঘাত পেয়ে নাসির উদ্দিন দিলু হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ আসে। এছাড়া হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল তার। করোনা আক্রান্ত থাকায় তার জানাজা ও দাফনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তে তার মরদেহ নেয়া হচ্ছে না। সীমিত পরিসরে রাজধানীর বারিধারায় জানাজা শেষে দিলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন খোরশেদ আলম খসরু।
নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি