১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের হাত ধরে বড় পর্দায় অভিষেক তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয়ে তো বটেই, মিষ্টি হাসিতে প্রায় তিন দশক বাংলাদেশের দর্শকের কাছে তিনি হয়ে আছেন প্রিয়দর্শিনী। তার নাম যেন একটি আশ্রয় চলচ্চিত্রের মানুষের কাছে। তিনি সবার প্রিয় অভিনেত্রী মৌসুমী। আজ গুণী ও জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন।
জীবনের আরেকটি বসন্ত পার করলেন ঢাকাই সিনেমার অন্যতম সফল চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। প্রায় তিন দশক ধরে ঢাকাই সিনেমায় নিজের অভিনয় দক্ষতার দ্যুতি ছড়িয়ে আসছেন তিনি। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন দুই শতাধিক সিনেমায়।
সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নাসহ দেশের খ্যাতিমান সব নায়কদের বিপরীতে। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সফল তিনি।
‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মেহের নিগার’, ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ সিনেমা নির্মাণ করে সফল নির্মাতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন মৌসুমী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তিনি। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের ঢাকাই সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি