শাহেদ ও আইরিন এর আগে অভিনয় করেছিলেন নির্মাতা সাইফ চন্দনের আলোটিত ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে আইরিনের নায়ক ছিলেন আরজু। আর খলনায়ক হিসেবে অভিনয় করেন শাহেদ শরীফ খান।
এবার প্রায় ৫ বছরের মাথায় চলতি বছরে শাহেদ ও আইরিন কাজ করছেন নতুন একটি ছবিতে। তবে নতুন ছবিতে শাহেদ শরিফ খানকে আর খল নায়ক হিসেবে দেখা যাবে না। এবার নায়ক হিসেবেই প্রথমবার জুটি বাঁধছেন শাহেদ ও আইরিন।
‘ব্ল্যাক লাইট’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু। আর এতে আরও অভিনয় করতে যাচ্ছেন শাহেদ ও আইরিন। ২৫ অক্টোবর থেকে কক্সবাজার হয়ে টেকনাফের বিভিন্ন স্থানে প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
নির্মাতা রিয়াজুল রিজু জানান, চলচ্চিত্রটির মাধ্যমে নতুন এক বাংলাদেশের ছবি উঠে আসবে। ‘ব্ল্যাক লাইট’ দ্রুততম সময়ের মধ্যে শুটিং শেষ করে মুক্তির পরিকল্পনা রয়েছে আসছে বছরের প্রথম দিকে।
অভিনেত্রী আইরিন সুলতানা তার নতুন ছবি সম্পর্কে জানান, অভিনেতা শাহেদের সঙ্গে আগেও কাজ হয়েছে। তাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো। তার বিশ্বাস দর্শকরা তাদেরকে ভালোভাবেই গ্রহণ করবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি