মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন নব্বই দশকের বলিউড অভিনেতা ফারাজ খান। বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি টুইটারে প্রথম জানান অভিনেত্রী এবং নির্মাতা পূজা ভাট। টুইটে তিনি লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, ফারাজ খান আমাদের ছেড়ে চলে গেছেন। আমি মনে করি তিনি ভালো জায়গাতেই গেছেন।
গত এক বছর ধরে কাশি ও বুকের সংক্রমণে ভুগছিলেন এই অভিনেতা। মহামারী করোনায় যা আরো প্রকোপ আকার ধারণ করে। কিছুদিন আগে তার চিকিৎসার জন্য এই অভিনেতার ছোট ভাই তহবিল সংগ্রহের কাজ শুরু করেন।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল রানি মুখার্জির হিন্দি ছবি ‘মেহেন্দি’। ছবিতে রানির স্বামী নিরঞ্জনের চরিত্রে অভিনয় করেছিলেন ফারাজ। ছবিতে নবাগতা রানির বিপরীতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তার আগে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেব’ ছবিতে অভিনয় করেও সকলের মন জিতেছিলেন অভিনেতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি