ভূপেন হাজারিকার জন্ম ৮ সেপ্টেম্বর ভারতের অসমে। তিনি উপমহাদেশের সংগীতাঙ্গনে একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী ও পুরোধা ব্যক্তিত্ব। নিজের দেশকে অতিক্রম করে হয়ে উঠেছেন বিশ্বশিল্পী। দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা আকাশচুম্বী।
অসমিয়া চলচ্চিত্রে সংগীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন ভূপেন হাজারিকা।
ভূপেন হাজারিকার গানগুলোতে মানবপ্রেম, প্রকৃতি, জীবন-ধর্মীয় বক্তব্য বিশেষভাবে লক্ষ্যণীয়। এছাড়াও, শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সুরও উচ্চারিত হয়েছে বহুবার।
সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্ৰী, ‘অল ইন্ডিয়া ক্রিটিক অ্যাসোসিয়েশন পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণসহ জিতেছেন অসংখ্য সন্মাননা ও পুরস্কার। কিডনী বৈকল্যসহ বার্ধক্যজনিত সমস্যায় জর্জরিত হয়ে ২০১১ সালের ৫ নভেম্বর ৮৫ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান কিংবদন্তি এই শিল্পী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি