দেশে ফিরেই চমক। সামজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবির লুক ভক্তদের জন্য শেয়ার করেছেন। আসন্ন সিনেমা নিয়ে বেশ জোরকদমে প্রস্তুতি নিয়েছেন তিনি। আপাতত রাশমি রকেটের শ্যুটিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে ।
ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, একটি নীল রঙা স্পোর্টস আউটফিটে এক ক্রাড়াবিদের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছেন। দৌড়ের ট্র্যাকের উপর নিজেকে প্রস্তুত করছেন নিজ যত্নে। নিজের চুলকে পনিটেল করে বাঁধার একটি মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।
জানা গিয়েছে, এই সিনেমার জন্য নিজেকে তৈরি করতে অনেকটা সময় দিয়েছেন। ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “Let’s do this. RashmiRocket.” Have a look:
আকর্ষ খুরানা পরিচালিত ও রনি স্ক্রেভালা র প্রোযোজনায় রাশমি রকেটের মূল চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। রাশমি রকেট ছাড়াও তাপসীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। হাসিন দিলরুবা, লুপ লাপেটা, সাবাশ মিঠু- এই আসন্ন সিনেমার জন্য চরম ব্যস্ত রয়েছেন এই বলিউড নায়িকা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি