শৈশবেই তিনি নৃত্য ও সঙ্গীতের প্রশিক্ষণ নেন মালা সিনহা। অল ইন্ডিয়া রেডিও’র তালিকাভুক্ত গায়িকা ছিলেন তিনি। কিন্তু গায়িকা মালাকে অতিক্রম করে নায়িকা মালা সিনহাই জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে, গায়িকা হিসেবে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন ভাষায় মঞ্চে গান পরিবেশন করেছেন তিনি।
শিশু শিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র জয় বৈষ্ণ দেবীতে অভিনয় জীবনের সূত্রপাত ঘটে তার। পরবর্তীতে শ্রীকৃষ্ণ লীলা, যোগ বিয়োগ ও ঢুলিতে অংশ নেন তিনি। কিন্তু নায়িকা হবার স্বপ্ন ছিল মালার। এক প্রযোজক মালাকে বলে ছহিলেন আয়নায় নিজেকে দেখেছ কখনও? এই চেহারা নিয়ে নায়িকা হতে চাও?’ দাঁতে দাঁত চেপে লড়াই করে সেই কথাকে ভুল প্রমাণ করে দেখিয়েছেন মালা।
প্রথিতযশা বাঙালী পরিচালক অর্ধেন্দু বসুর হাত ধরে রোশনারা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। কলকাতায় কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পরই বলিউডের খ্যাতিমান পরিচালক কিদার শর্মা’র ছবিতে প্রদীপ কুমারের বিপরীতে বাদশাহ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে বলিউড যাত্রা শুরু করেন তিনি।
১৯৫০-এর দশকের শুরু থেকে ১৯৭০-এর দশকের শেষভাগ পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে শীর্ষস্থানীয় অভিনেত্রীর মর্যাদা লাভ করেন মালা সিনহা। পিয়াসা, ঢুল কা ফুল, অনপধ, দিল তেরা দিওয়ানা, গুমরাহ, হিমালয় কি গোদমেসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
কাজ করেছেন রাজ কাপুর, দেব আনান্দ, কিশোর কুমার, রাজেশ খান্না, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শাম্মি কাপুরের মত তৎকালীন সময়ের সুপারস্টার সং নায়কদের বিপরীতে। গুনি এই অভিনয় শিল্পীর জন্মদিন আজ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি