১২ নভেম্বর রাতে নোবেল প্রকাশ করেছেন তার দ্বিতীয় সিঙ্গেল অ্যালবাম ‘অভিনয়’। মাঝের সময়টাতে সংগীতের যে স্রষ্টাদের তিনি তুচ্ছজ্ঞান করেছেন, ঠিক তাদের উদ্যোগ-আগ্রহ-অর্থ আর যত্ন-মেধা-শ্রমে তৈরি করা হয়েছে এই গানচিত্রটি।
সাউন্ডটেকের অর্থায়নে গানটি লিখেছেন দেশের জ্যেষ্ঠ গীতিকবি আহমেদ রিজভী, সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। আর গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
গানচিত্রটির মাধ্যমে উঠে এসেছে, একজন সংগীত তারকার অতীত-বর্তমান ও ভবিষ্যতের ব্যক্তিজীবন। বলা যেতে পারে আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো’ গানটির ছায়া রয়েছে নোবেলের ‘অভিনয়’-এ। কিন্তু গানটির কথা, ধরন, গল্প- সবটাই আলাদা আবেগের বার্তা তুলে আনে।
প্রকাশের ১৭ ঘণ্টায় গানচিত্রটির ভিউ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজারের বেশি। কমেন্টের ঘরে বেশিরভাগ শ্রোতার বক্তব্য প্রায় কাছাকাছি। নিজের ভুলে হারিয়ে যাওয়া নোবেলের এই প্রত্যাবর্তনে খুশি সবাই। তামাশা সংশ্লিষ্ট কারণে নোবেল যতখানি ডুবেছেন, ততটাই ভেসে ওঠার সুযোগ রয়েছে ‘অভিনয়’ দিয়ে।
সহজ কথায়, সমৃদ্ধ সংগীতায়োজনের সঙ্গে নোবেলের দরদভরা গায়কী নতুন আবহ সৃষ্টি করেছে গানচিত্রটিতে। প্রসঙ্গত, মাঝের সময়টাতে সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক সৃষ্টি করেছিলেন নোবেল। অভিনয় গানচিত্রটি প্রসঙ্গে নোবেল ম্যানের ভাষ্য, ‘‘কিছু ভুল ছিল পেছনে। এটুকু এখন বুঝি। কারণ, কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। নতুন করে শুরু হলো আবার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি