করোনার দীর্ঘ বিরতি দিয়ে ‘নবাব এলএলবি’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন শাকিব খান। টানা ২০ দিন অংশ নিয়ে শুটিংও প্রায় শেষ করেছিলেন তিনি।
সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছেন চিত্রনায়ক শাকিব খান। নবাব এলএলবি ছবির দুটি গানের শুটিংয়ের জন্য পরপর তিনবার শিডিউল দিয়েছিলেন শাকিব খান। তিনবারই শিডিউল অনুযায়ী শুটিং করতে ব্যর্থ হয়েছেন ছবিটির নির্মাতা।
আর এতেই চটেছেন শাকিব খান। গেল মাসের শেষের দিকে দুটি গান বাদে শুটিং, ডাবিং, সম্পাদনার কাজ শেষ হয়েছে নবাব এলএলবি ছবির। শাকিবের কাছ থেকে গেল ৫ অক্টোবর প্রথম শিডিউল নিয়েছিলেন নির্মাতা। সেটি বাতিল হলে ১৬ অক্টোবর নতুন শিডিউল দেয়া হয়। পরে সেটিও বাতিল হয়।
এরপর নভেম্বরের শুরুতে তৃতীয়বার শিডিউল নেয়া হয় শাকিবের। ওই শিডিউলেও শুটিং করতে যেতে পারেননি পরিচালক। এদিকে, একের পর এক শিডিউল বাতিলের কারণে নতুন ছবির প্রস্তুতি নিতে পারছেন না শাকিব খান। তাই ‘নবাব এলএলবি’র কথা বাদ দিয়ে নতুন ছবি শুটিংয়ের চিন্তা করছেন শাকিব।
নবাব এলএলবির পরিচালক অনন্য মামুনের ভাষ্য, শাকিব খান বিরক্ত হতেই পারেন। তিনবার শিডিউল দিয়েছিলেন। শিডিউল মতো কাজ করতে পারিনি। কিছু জটিলতার কারণেই কাজ করা যায়নি।
তবে কবে হবে বাকি থাকা গান দুটির শুটিং? জটিলতার কারণে আপাতত বলা সম্ভব হচ্ছেনা বলে জানান নির্মাতা। এরই মধ্যে ‘নবাব এলএলবি’র টাইটেল গান ‘আমি নবাব’ এর টিজার অন্তর্জালে প্রকাশ পেয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি