ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পটাকা গানের পর চলতি বছর ফারিয়া প্রকাশ করেছে তার নতুন গান ‘আমি চাই থাকতে’। সেই গানের ভিউ ৩০ লাখ ছাড়িয়েছে। নতুন খবর হল, নতুন এই গানের ড্যান্স কভার প্রকাশ করেছেন ফারিয়া। আর তাতেই দেখা গেছে নৃত্য পরিচালক হৃদি শেখকে। ‘আমি চাই থাকতে’ গানে একসঙ্গে জুটি বেঁধে নেচেছেন ফারিয়া ও হৃদি শেখ।
১৩ অক্টোবর প্রকাশ পেয়েছে নায়িকা নুসরাত ফারিয়ার নতুন গান ‘আমি চাই থাকতে’। প্রকাশের পরপর গানটি চলে আসে আলোচনার টেবিলে। ফারিয়ার গাওয়া এই গান প্রকাশের পর নেটের দুনিয়ায় ব্যাপক সাড়া পড়ে যায়।
প্রথম গান পটাকা’র সাফল্যের ধারাবাহিকতায় নিজের গাওয়া দ্বিতীয় গান দিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়েছেন ফারিয়া। প্রথমটির মতো এই গানও বাজিমাত করেছে ফারিয়ার ভক্তদের কাছে।
১৩ অক্টোবর প্রকাশ হওয়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে এরইমধ্যে সাড়ে ৩০ লাখেরও বেশবার দেখেছেন দর্শক। গানটির নিচে শ্রোতা-দর্শক নুসরাতের গায়কী ও নাচের প্রশংসাও করেছেন।
নতুন খবর হল ‘আমি চাই থাকতে’ গানে ড্যান্স কভার এবার করা হয়েছে। নতুন এই গানের ড্যান্স কভার প্রকাশ করেছেন ফারিয়া। আর তাতেই দেখা গেছে নৃত্য পরিচালক হৃদি শেখকে। ‘আমি চাই থাকতে’ গানে একসঙ্গে জুটি বেঁধে নেচেছেন ফারিয়া ও হৃদি শেখ।
গানের সাড়া পাওয়া নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। কিন্তু সম্প্রতি নিজের গানে এমন কাজ করতে পেরে খুশি তিনি। হৃদি শেখ দেশের জনপ্রিয় নৃত্য পরিচালক হয়ে উঠেছেন এই সময়ে। তার সঙ্গেই নিজের গানে নাচের পারফর্ম করে ফেললেন ফারিয়া।
এরই মধ্যে এই কাজটি অন্তর্জালে প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। প্রথমবারের মতো ‘আমি চাই থাকতে’ গানে একসঙ্গে জুটি বেঁধে নেচেছেন ফারিয়া ও হৃদি শেখ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি