রাজ আর প্রেম। বলিউডের ইতিহাস যাঁরা জানেন, তার এই দুই নামের মাহাত্ম্য ভালভাবেই বোঝেন। গোটা নয়ের দশক জুড়ে রয়েছে এই দুই নামের স্মৃতি। নয়ের দশকের সেই স্মৃতি ফিরে আসতে চলেছে বলিউডের আরেক খানের সৌজন্যে। তিনি আমির খান।
কিছুদিন আগেই খবর প্রকাশিত হয়, এ সিনেমাতে জন্য স্বল্প সময়ের একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানের। খবরটি পুরোনো না হতেই জানা গেল সিনেমাটির জন্য শুধু শাহরুখই নন, সালমান খানকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আমির খান। অর্থাৎ প্রথমবারের মতো তিন খান এক হতে চলেছেন কোনো সিনেমায়।
টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চড্ডা’। শোনা গিয়েছে, ছবির একটি দৃশ্যে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে যাবে লাল সিং । সেখানেই রাজ বেশে শাহরুখের সঙ্গে তাঁর দেখা হবে।
অন্যদিকে সালমান খানকে দেখা যাবে প্রেম চরিত্রে। নব্বই দশকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কোন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিগুলোতে এই নামের চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি