ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ঢালিউড কিংবা টালিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকিবের জনপ্রিয়তার পারদ। করোনাকালে নানা আলোচনায় উঠে এসেছে এই নায়কের ‘নবাব এলএলবি’ ছবিটি। ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
গেল ২২ নভেম্বর অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই ছবির পুরো টাইটেল গানটি। ‘আমি নবাব’ শিরোনামে এই টাইটেল গানটি প্রকাশের পরপরই প্রশংসায় ভাসছে অন্তর্জাল। গানটি দেখতে পাওয়া যাচ্ছে আই থিয়েটার অ্যাপ ও ইউটিউবে। ১৩ মহীয়সী নারীকে উৎসর্গ করে গাওয়া হয়েছে গানটি।
উৎসর্গের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুফিয়া কামাল, বেগম সম্পাদক নূরজাহান বেগম, প্রীতিলতা, সেলিনা হোসেন, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্রিকেটার সালমা খাতুন, ফেরদৌসী প্রিয়ভাষিণী, এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, রাবেয়া খাতুন, রমা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি।
গানটি লিখেছেন ‘গলিবয়’ খ্যাত তাবিব মাহমুদ ও দোলন মৈনাক। সুর ও সংগীতায়োজন করেছেন দোলন মৈনাক। এতে কণ্ঠ দিয়েছেন সম্প্রীত দত্ত। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাম। আর এতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান।
গানটি অনলাইনে প্রকাশের পরপরই দর্শক মহলে বেশ প্রশংসা পাচ্ছেন শাকিব খান। ছবিটির নির্মাতা অনন্য মামুন জানান, আগামী ২৬ নভেম্বর থেকে আই থিয়েটার যাত্রা শুরু করবে। এদিন থেকেই ‘নবাব এলএলবি’র টিকিট পাওয়া যাবে অনলাইনে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ছবিটি।
শুধু তাই নয়। নতুন এই ওটিটি প্রতিষ্ঠান প্রতি মাসে একটি করে ছবি মুক্তি দেওয়ার চেষ্টা করবে। আর প্রতিটি ছবির আগে এর টিকিট পাওয়া যাবে অনলাইনে। এছাড়া ওটিটি প্রতিষ্ঠানে দর্শকের জন্য থাকবে বেশ কিছু অফার। অন্যদিকে, চলতি মাসেই মালদ্বীপে হবে ছবির কিছু দৃশ্যধারণ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি