ঢালিউড কিংবা টালিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা। করোনাকালে নানা আলোচনায় উঠে এসেছে এই নায়কের ‘নবাব এলএলবি’ ছবিটি। ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
গেল ২২ নভেম্বর অন্তর্জালে প্রকাশ পায় এই ছবির পুরো টাইটেল গানটি। ‘আমি নবাব’ শিরোনামে এই টাইটেল গানটি প্রকাশের পরপরই প্রশংসায় ভাসছে অন্তর্জাল। গানটি দেখতে পাওয়া যাচ্ছে আই থিয়েটার অ্যাপ ও ইউটিউবে।
নতুন খবর হল, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তি পাবে শাকিব খানের প্রথম ওয়েবভিত্তিক সিনেমা ‘নবাব এলএল.বি’। আর এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমা মুক্তি দিতে যাচ্ছে আই থিয়েটার নামের নতুন ওটিটি প্ল্যাটফর্ম। ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
২৬ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আই থিয়েটারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সহ দেশীয় চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী ও কুশলীরা।
‘নবাব এলএলবি’র টিকিট পাওয়া যাবে অনলাইনে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাত ৮টায় ‘নবাব এলএল.বি’ মুক্তি দেয়া হবে আই থিয়েটারে। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া সহ অনেকেই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি