একটি প্রাসঙ্গিক ইস্যু নিয়ে লেখা গল্পর ‘ট্র্যাপ’ নামের ওয়েব ফিল্মে কাজ করেছেন নুসরাত ইমরোজ তিশা। এটি আগামী বৃহস্পতিবার থেকে দেখা যাবে আইফ্লিক্সে।
ওয়েব ফিল্মের গল্প নারীর নিরাপত্তার ইস্যু নিয়ে। স্বভাবতই তাই প্রশ্ন আসে, তিশা নিজে এই সময় নিরাপদ বোধ করেন কি না? তিশা বলেন, ‘নিজের নিরাপত্তা আসলে নিজের কাছে। নিজেকেই সেটা নিশ্চিত করতে হয়। এই সময়ে সবচেয়ে নিরাপদ জায়গাতেও একজন নারী, সর্বোপরি একজন মানুষ অনিরাপদ থাকতে পারে। তবে সতর্কতাই পারে আমাদের সেই নিরাপত্তাহীনতা থেকে উদ্ধার করতে।’
ওয়েব ফিল্ম ‘ট্র্যাপ’-এর মূল বক্তব্য, সমাজের উঁচুতলা থেকে নিচুতলা সর্বস্তরের মানুষের মধ্যে একটি কুৎসিত ধারণা প্রচলিত যে কোনো মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করাটাই পৌরুষ। তাই একজন নারী তাঁর নিজ বলয়ের মধ্যেও নিরাপদ থাকতে পারেন না। একটু অসচেতন হলেই পড়ে যান বিপদে। তিশাকে তেমনই বিপদে পতিত এক নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
‘ট্র্যাপ’ ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তানিম পারভেজ। এটি রচনা করেছেন মারুফ রেহমান। গুড কোম্পানি প্রযোজিত এই ওয়েব ফিল্মের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি