১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এ হিন্দি সংস্করণ ‘লাল সিংহ চড্ডা’। আমির খানের এই ছবি মু্ক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের বড়দিনে। ছবিতে আমিরের সাথে দেখা যাবে শাহরুখ খান এবং সালমান খানকেও।
হাউসফুল ৪’-এর পরে অক্ষয়কুমার ও কৃতী শ্যাননকে আবার একসঙ্গে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে। চলতি মাস থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা। ২০১৪ সালের তামিল ছবি ‘বীরম’-এর হিন্দি সংস্করণ এটি।
সারা আলি খান, অক্ষয়কুমার এবং ধনুষ অভিনীত ‘আটরঙ্গী রে’-তে দুই নায়কের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সাইফকন্যাকে। সম্প্রতি তাজমহলে ছবিটির শ্যুটিং হয়ে গেল। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
মুম্বইয়ের কুখ্যাত যৌনকর্মী তথা মাফিয়া গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িকে পর্দায় আনছেন সঞ্জয় লীলা ভন্সালী। মূল ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। ছবির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে এ বছর জানুয়ারিতে। অন্য ধারার এই ছবি নিয়েও আগ্রহ চরমে।