ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খান। আন্তর্জাতিক গণমাধ্যমে এই নায়ক মেগাস্টার শিরোনামেও চিহ্নিত হয়েছেন। তার নামেই সিনেমা হলে রমরমা ব্যবসা চলে। ২০১৯ সালে এই সুপারস্টার অভিনীত একমাত্র ‘পাসওয়ার্ড’ ছবিটি ছিলো সে বছরের ব্যবসা সফল সিনেমা।
কিন্তু তারপর? এরপরের সমীকরণটা পাল্টে যায় ২০২০ সালে এসে। সে বছর শাকিব অভিনীত ‘বীর’ ও ‘শাহেনশাহ’ ছবি দুটি ব্যবসা সফল হতে পারেনি। কারণও রয়েছে এর। করোনা ভাইরাসের কারণে হল থেকে নামিয়ে ফেলা হয় ছবি দুটি।
‘বীর’ সিনেমাটি ব্যবসা করতে না পারার দায়ভার ছবিটির নির্মাতা কাজী হায়াত নিজেই নিয়েছেন। অন্যদিকে, শাহেনশাহ ছবিটিও হলে চলেনি। সিনেমা হল খুলে গেলেও কোন ফলাফল পাওয়া যায়নি।
তবে গেলো বছর নবাব এলএলবি ছবিটি দিয়ে আলোচনায় ছিলেন শাকিব খান। কিন্তু শেষমেষ সে ছবিটি নিয়েও নানা ক্ষোভ উগড়ে দেন এই নায়ক। ছবিটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি না পাওয়ায় সিনেমা হলে দর্শক ভিড়তে পারেনি।
অবশেষে চলতি বছর নতুন দুটি ছবিতে যুক্ত হয়েছেন শাকিব খান। লিডার ও অন্তরাত্মা শিরোনামের দুটি ছবিতে বুবলী ও দর্শনা বণিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই সুপারস্টার।
নতুন ছবি দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। সে হিসেবে চলতি বছর শাকিবের জন্য চ্যালেঞ্জের বছর হয়ে ধরা দিচ্ছে। ভালো গল্প আর নির্মাণের সহযোগে এই সুপারস্টার কি পারবেন সিনেমা হলে মানুষ টানতে? হলগুলো আবার প্রাণ ফিরে পাবে? হয়তো সময়ই বলে দেবে তা।