মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাহিনি গড়ে উঠেছে সুন্দরবন জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে। অভিযানে র্যাবের অপারেশনের ভাষা এবং জলদস্যুদের কর্মকাণ্ড একেবারেই নতুন করে ধরা দিয়েছে দর্শকদের কাছে।
কেননা গেলো ২৩ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে অপারেশন সুন্দরবন সিনেমার টিজার। টিজারে এমন কিছু দৃশ্য দেখা গেল, যা বাংলাদেশের সিনেমায় একদমই নতুন।
মূলত এর কারণ র্যাবের তত্ত্বাবধানে সুন্দরবনের এমন কিছু জায়গায় শুটিং হয়েছে, যেখানে সাধারণত মানুষ যায় না বা যেতে পারে না। তাই উঠে এসেছে এই ছবির প্রতিটি ফ্রেমে।
সিনেমায় কমান্ডার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। টিজারে তাকে দেখা গেছে জলে, স্থলে এবং আকাশপথে বিভিন্ন অভিযানে অংশ নিতে। ছবিটি ঘিরে নিজের অভিজ্ঞতা আর প্রত্যাশার কথা নিয়ে বিজয় টিভির মুখোমুখি হয়েছেন এই তারকা।
শুধু সিয়ামই নয় এই ছবিতে একজন বাঘ গবেষক হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আরও রয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তারাও এই ছবিটি ঘিরে নিজের অভিজ্ঞতা আর প্রত্যাশার কথা নিয়ে বিজয় টিভির মুখোমুখি।
আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে র্যাবের সুন্দরবন জলদস্যু মুক্ত করার দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করে নির্মিত ছবি ‘অপারেশন সুন্দরবন’।