ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে টানা ১১টি ছবিতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত ও সফল নায়িকা শবনম বুবলী। এরপর আচমকা তাকে পাওয়া যায় নতুন নায়কের বিপরীতে।
নায়িকা বুবলী; নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ ছবিতে। তবে ‘চোখ’-এ আরও ছিলেন জিয়াউল রোশান। এবার নায়ক রোশানের বিপরীতে আবারও আসছেন বুবলী। ছবির নাম ‘রিভেঞ্জ’।
ছবিটি নির্মাণ করবেন প্রযোজক মো. ইকবাল। সম্প্রতি গুলশানের একটি রেস্তোরায় বুবলী-রোশানকে নিয়ে ‘রিভেঞ্জ’ ছবির ঘোষণা দেন সিনেমাটির প্রযোজক এমডি ইকবাল। আগেই তিনি রোশানকে নায়ক এবং ভিলেন হিসেবে মিশা সওদাগরকে চূড়ান্ত করেছিলেন, এবার নিলেন বুবলীকে।
প্রযোজক ও নির্মাতা ইকবাল জানান, আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ২০ মে থেকে রিভেঞ্জের শুটিং করবেন। তবে পুরোটা নির্ভর করছেন করোনা পরিস্থিতির উপর। কেরানিগঞ্জ ও মাদারীপুর শুটিং হবে রিভেঞ্জের।
চিত্রনায়ক রোশান জানান, একক নায়ক হিসেবে বুবলীকে প্রথম পাচ্ছি এ ছবিতে। এছাড়া মিশা সওদাগর ভাইয়ের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। তাই সিনেমাটি সুযোগ আসা মাত্রই রাজি হই।
সিনেমাটি অ্যাকশননির্ভর ছবি হতে যাচ্ছে। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরইমধ্যে এর অনুশীলনও শুরু করেছেন। ছবিটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।