২০২০ সালে ওয়েবে মুক্তি পাওয়া চিত্রনায়ক শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবিটিতে এক দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে পরিচালক ও এক অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। সেই মামলায় প্রথমে গ্রেফতার, পরে জামিন পান তারা।
নতুন খবর হল, শাকিব খান অভিনীত আলোচিত ‘নবাব এলএলবি’ সিনেমার সেই দৃশ্য বিনা কর্তনেই এবার ছাড়পত্র দিচ্ছে সেন্সর বোর্ড। একাধিক সংলাপ ও দৃশ্যের কারণে সেন্সর বোর্ডে বাঁধার মুখে পড়েছিল ‘নবাব এলএলবি’। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ছবিটি।
চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে। এবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা অনন্য মামুন।
কিন্তু সেন্সর বোর্ডের সদস্যরা ওই দৃশ্যে আপত্তি দেখছেন না। বির্তকিত সেই দৃশ্যকে আনকাট রেখেই ছাড়পত্র দিচ্ছে সেন্সর বোর্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘আইনসচিব গোলাম সারওয়ারসহ আমরা সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি পুনরায় দেখেছি। যেসব সংশোধনী চাওয়া হয়েছিল, সবই ঠিকঠাক করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। দেখার পর বোর্ড পাশ করে দিয়েছে।’
গেল ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। এরপরই অনলাইনে ভাইরাল হয় এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে বিব্রতকর বিভিন্ন প্রশ্ন করেন। এই দৃশ্য নিয়ে বাধে বিপত্তি।