নবাব এলএলবি ছবিটি ২০২০ সালে মুক্তি পায়। আর সে বছরই ছবিটি নির্মাণ করা হয়েছিল। সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করেন নির্মাতা অনন্য মামুন।
ছোট করে বললে এই ছবিটি ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা কেন্দ্রিক আদালত নাট্য নির্ভর ছবি। ছবিতে একজন ধর্ষিতা নারীর সামাজিক প্রতিবাদ ও বিচার ব্যবস্থার মাধ্যমে অধিকার আদায়ের গল্প সিনে ক্যানভাসে মেলে ধরা হয়েছে।
ছবিটির পেছনের গল্পে এবার একটু চোখ বুলিয়ে নিই। ২০২০ সালের ২৮ মার্চ থেকে শুটিং শুরু করার পরিকল্পনা থাকলেও দেশে করোনাভাইরাস মহামারির কারণে শুটিং পিছিয়ে যায়। ছবিটি গেল বছরের ১৬ ডিসেম্বর আর চলতি বছরের ১ জানুয়ারি অর্ধাংশ আকারে আই থিয়েটারে মুক্তি পায়।
ছবিতে শাকিব খান (নবাব চৌধুরী) একজন আইনজীবি, মাহিয়া মাহীও একজন আইনজীবি, অর্চিতা স্পর্শিয়ার নাম শুভ্রা। স্পরশিয়াই এই ছবির সংবেদনশিল একটি চরিত্র। যাকে ঘিরেই এই ছবির গল্প এগিয়েছে।
ছবিটি ভালবাসা আজকালের পর শাকিব মাহীর দ্বিতীয় আর শাকিবের বিপরীতে অর্চিতা স্পরশিয়ার প্রথম অভিনীত ছবি। ছবিতে শাকিব খান তার সবটুকু দিয়ে নিয়ে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। তবে ধর্ষণের স্বীকার হওয়া স্পরশিয়া এই ছবির গল্পের নায়ক।
সে যাক। ছবির গল্প সময় উপযোগী ছিল। এতে কোন সন্দেহর অবকাশ নেই। যদিও এই ছবির কিছু অংশের জন্য জেল খাটতে হয়েছিল পরিচালক ও এক অভিনেতাকে। তবুও ছবিটিকে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করে নিয়েছিলো। আসলে ভালো গল্পের সিনেমার আবেদন থেমে রাখা যায় না। দর্শকই জয় করে নেয় সিনেমাকে।